top of page

ভূর্জপত্রে রচিত প্রাচীনতম কাব্যগ্রন্থের হাতে আঁকা প্রচ্ছদের মতো— একটি গ্রাম বুদ্ধদেবের কবিসত্তা গৌতম ভরদ্বাজের কবিতার ভিত। ‘পরীর মতো হালকা স্নিগ্ধ তনু/ মোরামের পথ মেঘেতে মিশেছে যেথা’। তাঁর নয় যেন, সবার দেশের বাড়ির ছবি তিনি পদ্যে এঁকেছেন। ‘সারাদিন ইঁদুর দৌড় ব্যস্ত গলিঘুঁজি’ নাগরিক জীবনও তাঁর সম্যক চেনা। রাজপথে রাত্তিরে যখন ‘জেব্রা ক্রসিংগুলি নির্লিপ্তির ব্যকরণ আত্মস্থ করে’ তিনি ‘বিষন্ন বাতিস্তম্ভের নীচের আলোয়’ বসে সে ফুটপাতের গল্প শোনেন। চেতনায় ‘কৃষ্ণগহ্বরের মতো মধ্যরাত্তির চিরে/ মহাকর্ষীয় তরঙ্গে ঝড় তুলে/ ছুটে আসে অপার্থিব দানবীয় ট্রেন’। নতুন পদ্যভাষার মাশুল দিয়ে টিকিট কিনে কখনও সমুদ্দুরে ‘শিরীষ কাঠের বানানো তরী চড়ে’ যেন ‘অগ্নিময় জরায়ু পদ্মাসনে ধ্যানস্থ মহাকাল’ এর বহুমাত্রিক অভিযাত্রী হয়ে যান। স্বপ্নাবেশে তাঁর ধারণা ও বিশ্বাসের ‘আত্মদ্রোহী অনর্গল ঘরোয়া ঈশ্বর’ কে দিয়ে তিনিই বলিয়ে নিতে পারেন ‘আমি কাল্পনিক বিভাজন, পতিত অক্ষম হিমশীতলাক্রান্ত/ উৎসমুখহীন অনভিমুখ প্রবাহ, ক্লান্ত মহাবিশ্বের জগদ্দল মুক্তি’।

 

গৌতম ভরদ্বাজ বুদ্ধদেব মুখোপাধ্যায়ের ছদ্মনাম। কলেজ বিশ্ববিদ্যালয় থেকে তাঁর কবিতা চর্চার শুরু। বর্তমানে তিনি কলকাতা পুলিশে ডি.সি.পি। পুলিশ অফিসার হিসেবে তাঁর অসামান্য কাজের স্বীকৃতিস্বরূপ ২০০৫-এর প্রজাতন্ত্র দিবস এবং ২০১৮-এর  স্বাধীনতা দিবসে— দু’বার রাষ্ট্রপতি পদক প্রাপ্ত হন। হাজারো কাজের মধ্যে কবিতা তাঁর প্রথম প্রেম। ২০০৩-এর বইমেলায় মডেল পাবলিকেশন থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘তুমিই সম্রাজ্ঞী পাপ ও ঈশ্বরী’। ২০১৬, ২০১৮ এবং ২০২০ সালের বইমেলায় সিগনেট প্রেস থেকে প্রকাশ পায় তিনটি কাব্যগ্রন্থ যথাক্রমে ‘জলরং মায়ার তালুক’, ‘নিজস্বী উজাড়া শেষ রাত’ ও ‘স্বপ্নাবেশ ও আত্মদ্রোহী অনর্গল ঘরোয়া ঈশ্বর’। তাছাড়া  ২০১৯ বইমেলায় প্রতিভাস থেকে প্রকাশিত হয় কাব্যগ্রন্থ ‘অন্য পদ্যকথা’। তাঁর কবিতাগুলি পাঠকমহলে সমাদর লাভ করেছে।

জরিলাল ও বদনির আলাপ

SKU: JARI22
₹150.00 Regular Price
₹135.00Sale Price
    bottom of page