top of page

স্বাধীনতা পরবর্তী সময়ে এপার বাংলার মুসলমান সমাজের সাহিত্য চর্চার একটি ছবি বর্তমান গ্রন্থে তুলে ধরা হয়েছে। পরিচিত লেখক, কবিদের বাইরে লেখক খুঁজে এনেছেন অজস্র গুণী অথচ তুলনামূলক ভাবে অপরিচিত লেখক, কবিদের। স্বীকার করতে দ্বিধা নেই বিভাগ পরবর্তী সময়ে যে সাংস্কৃতিক শূন্যতার সৃষ্টি হয়েছিল স্বাধীনতার সাত দশক পর তার কিছুটা কাটিয়ে উঠতে পেরেছে এপারের বাঙালি মুসলমান সমাজ।  এপারের মুসলমান সমাজের অধিকাংশ মানুষ বসবাস করেন গ্রামে। উপন্যাস, গল্পে অধিকাংশ ক্ষেত্রে তাই উঠে এসেছে গ্রাম কিংবা গ্রাম লাগোয়া মফস্বল। কৃষিজীবী মানুষ এখনও মাটি আঁকড়ে গ্রামকে ভালোবাসেন। ভালোবাসেন ধান ও জলের গন্ধ। এখানে গদ্যকার আলোচনা করেছেন অলীক মানুষ, সুরের সাম্পানের মতো উপন্যাস। আলোচিত হয়েছে অজস্র ছোটোগল্প। শাহানী একটি মেয়ের নাম কিংবা ইলিশমারির চর উপন্যাসের কথা বোধহয় ভুলেই গিয়েছিলেন পাঠক। কালজয়ী এই উপন্যাস দুটি আলোচিত হয়েছে। কবিরুল ইসলাম, সামসুল হক, শামশের আনোয়ারের কবিকৃতি পাঠকের সামনে তুলে ধরা হয়েছে অসামান্য দক্ষতায়। একটি গদ্যের ভিতরে সংলগ্ন হয়ে আছেন আরো শতাধিক কবি। গ্রন্থটি থেকে হারিয়ে যাওয়া বাংলার নদী, মাঠ অজানা ফুলের সুগন্ধ পাবেন পাঠক। পাবেন, এপার বাংলার মুসলমান সমাজের হৃদয়ের অনেক অজানা উপাখ্যান।

স্বাধীনতা পরবর্তী পশ্চিমবাংলার মুসলমান সমাজ ও সাহিত্য

SKU: BOIWA110921HB
₹350.00 Regular Price
₹315.00Sale Price
    bottom of page